তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ৯০ বছরে পদার্পণ করল কাঁকসার মাধব মাঠ সাহা পরিবারের লক্ষ্মীপূজো।প্রতিবছর মহা ধুমধামে পুজোর আয়োজন করা হলেও গত দু'বছর করোনার জন্য তেমন ভাবে পুজোর আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর কোরোনার প্রকোপ তেমন না থাকায় মহা ধুমধামে পূজোর আয়োজন করা হয়েছে।
পরিবারের সদস্য কৌশিক সাহা জানিয়েছেন তাদের পাড়ায় কোনো দুর্গাপুজো হয় না। ফলে আশেপাশের গ্রামের মানুষ তারা লক্ষ্মীপূজোর অপেক্ষায় থাকেন। স্বপ্নে পাওয়া এই লক্ষ্মীপূজো আগে বাড়িতেই পুজো হতো। পরে তারা বাড়ির বাইরে একটি মন্দিরে দেবী লক্ষীকে প্রতিষ্ঠা করেন।
স্বপ্নে পাওয়া এই লক্ষ্মীর পূজোর পরই পরিবারের সকলের শ্রীবৃদ্ধি ঘটে। এই দিন থেকে আজও সাড়ম্বরে দেবী লক্ষ্মীর পুজোর আয়োজন করা হয়।লক্ষ্মীপূজো উপলক্ষে গোটা এলাকার মানুষ লক্ষ্মী মন্দিরে পুজোয় যোগদান করেন।
মহা ধুমধামে লক্ষ্মী পূজোর পাশাপাশি লক্ষ্মী পূজার পরের দিন কয়েক হাজার মানুষের জন্য নরনারায়ন সেবার আয়োজনও করা হয় পরিবারের পক্ষ থেকে।