সংবাদদাতা,পূর্ববর্ধমান:- বিজেপি রাজ্য সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বর্ধমান শহরের বীরহাটা এলাকার ঘড়ি মোড়ে জিটিরোড ও আরামবাগ রোডের সংযোগস্থলে প্রতিবাদ বিক্ষোভে সামিল হল বিজেপির নেতা কর্মীরা।
অবরুদ্ধ হয়ে পরে জিটিরোড ও বর্ধমান আরামবাগ রোড। অবরোধের জেরে আটকে পরে বহু যানবাহন। দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।