তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেয়াইনি ভাবে ছাঁট লোহা পাচারের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃতরা হলেন শেখ ফিরোজ, শেখ ইমরাজ, এবং শেখ চন্দন।ধৃত তিনজনই বীরভূম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর রাত্রে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাছে ধৃত তিন জনকে বস্তায় ছাঁট লোহা বোঝাই করে পাচার করছিল। কাঁকসা থানার পুলিশ ওই এলাকায় টহল দেওয়ার সময় তাদের দেখতে পেয়ে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করায় তারা কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃত তিন জনকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।