তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পারিবারিক অশান্তির জেরে সংঘর্ষ ২ পরিবারের। সংঘর্ষের জেরে এক ব্যক্তির মাথা ফেটে যায়।গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোমবার রাত্রে ঘটা এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় পানাগড়ের ট্যাংকি তলা এলাকায়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহেশ সিং নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। মারামারির সাথে যুক্ত থাকার অভিযোগে মহেশ সিং নামের ওই ব্যক্তিকে সোমবার রাত্রে গ্রেফতার করে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।