তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রয়াত ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে তাকে শ্রদ্ধা জানানো হলো। সোমবার সকালে কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান কংগ্রেস কর্মী সমর্থকরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, বর্ধমান জেলার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, প্রবীণ কংগ্রেস নেতা ইন্দ্র কুমার মেহেরা সহ অন্যান্যরা।