তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রতিবছরের মত এ বছরও পানাগড় স্টেশন সংলগ্ন রেল পুকুরে মহা ধুমধামে ছট পুজোর আয়োজন করা হয়েছিল। সোমবার সকালে সূর্য উদয়ের সময় তাকে স্মরণ করে পুজো দেন ভক্তরা। কয়েক হাজার ভক্ত এদিন স্টেশন সংলগ্ন জলাশয়ে পুজো দিতে ভিড় জমান।
সাধারণ মানুষের যাতে কোন সমস্যা না হয় তাই গোটা জলাশয়ে কাঁকসা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা কড়া নজরদারি রেখেছিলেন।।কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা ছড়াও উপস্থিত ছিলেন পানাগড় আরপিএফ পোস্ট এর ওসি।
স্থানীয়রা জানিয়েন দু'বছর করোনার জন্য তেমনভাবে পুজো করা সম্ভব হয়নি। তাই এবছর মহা ধুমধামে পুজো করার পাশাপাশি বিপুল সংখ্যায় মানুষ পুজো দিতে ভিড় জমিয়েছিলেন।সূর্য উদয়ের সাথেই শুরু হয় পূজা-অর্চনা। এবং সোমবার সকালে পুজোর শেষেই শেষ হয় এ বছরের ছট পুজো।