তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পুজোর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে শনিবার ষষ্ঠীর দিনে কাঁকসা হাট তলা সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শনিবার বিকালে কাঁকসার হাট তলায় একটি শোভাযাত্রা বের হয়।এদিন কাঁকসা হাই স্কুল ময়দান থেকে শোভাযাত্রা শুরু করে কাঁকসার মাস্টারপাড়া আন্ডার পাশ পর্যন্ত শোভাযাত্রা পরিক্রম করে ফের কাঁকসা হাই স্কুল ময়দানে এসে শোভাযাত্রা শেষ হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন এবছর তাদের পুজো ৩৩ বছরে পদার্পন করেছে।এবছর তাদের পুজো আকর্ষণীয় করতে এবং এলাকার ছোট ছোট শিশুদের আবদারে কার্নিভালের আকারে একটি শোভাযাত্রা বের করেন তারা।যা এলাকার মানুষের কাছে নজর কাড়ে।
এদিন শোভাযাত্রায় পুজো কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা সহ বিশিষ্ট জনেরা।এদিন শোভাযাত্রা শেষে পুজোর মণ্ডপের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিরা ও কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা।