তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিহারের পাটনা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় সাতটি গরু ও মোষ বোঝাই করা লরি আটক করলো কাঁকসা থানার পুলিশ। সাতটি গাড়িতে মোট ১০৫ টি গরু এবং মোষ রয়েছে। আটক হওয়া গরু এবং মোষ গুলিকে পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় রাখা হয়।
আটক হওয়া গরু এবং মোষের মালিকরা জানিয়েছেন তারা পাটনা থেকে বীরভূম হয়ে কলকাতা যাচ্ছিলেন। রামপুরহাটে পুলিশ তাদের গাড়ি আটকায়। তাদের বিরুদ্ধে কেস দিয়েছিল পুলিশ। সেখানে গরু এবং মোষ গুলি কে রাখার অসুবিধার জন্য তারা আদালতের কাছে আপিল করে আদালতের এবং রামপুরহাট থানার নির্দেশ পেয়ে তারা পানাগড়েই আসছিলেন গরু এবং মোষগুলিকে রাখার জন্য। এরপরই কাঁকসা থানার পুলিশ বৈধ কাগজ না থাকায় তাদের আটক করে।
ঘটনার সত্যতা যাচাই করার জন্য কাঁকসা থানার পুলিশ রামপুরহাট থানার পুলিশ কে খবর দিলে সেখান থেকে রামপুরহাট থানার পুলিশ পানাগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।