তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার সকালে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার এক বাসের চালকের সাথে এক টোটো চালক ও এক স্থানীয় বাসিন্দারা সাথে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় কাঁকসার ১১মাইল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে এক বাসের চালক কাঁকসার ১১মাইল এলাকায় বাস পিছন দিকে নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি টোটোয় ধাক্কা লাগে।
এর পরেই টোটো চালক ও এলাকার এক বাসিন্দার সাথে বাস চালকের তর্কাতর্কি শুরু হয়ে।পড়ে উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তিন জন। তিন জন্যেই আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে এক জনের অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।