তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত কাঁকসার মিনি বাজার এলাকায়।মৃতের নাম সুনীল হোড়। ৫২ বছর বয়সী সুনীল হোড়ের বাড়ি কাঁকসার রাজকুসুম গ্রামে।
জানা গেছে শনিবার সকালে ওই ব্যক্তি নিজের সাইকেলে করে পানাগড়ের জিপিটি কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর দিয়ে। কাঁকসার মিনি বাজারের কাছে পিছন থেকে একটি লরি তাকে ধাক্কা মারলে রাস্তার উপরে পরে গুরুতর আহত হন ।
কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘাতক লড়িটিকে কিছুটা দূরেই রাস্তার ধারে দাঁড় করিয়ে চম্পট দেয় লরির চালক ও খালাসি।ঘাতক লরিটিকে আটক করে কাঁকসা থানার পুলিশ।