তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ছাগল চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো দুই যুবক। উত্তেজিত জনতা ওই দুই যুবককে গণধোলাই দিতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবককে আটক করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কাঁকসার শ্রীলাম পারে।
স্থানীয়দের অভিযোগ বেশ কিছুদিন ধরে এলাকা থেকে গৃহস্থের ছাগল চুরি যাচ্ছিল। শনিবার সকালে কাঁকসার গাংগিল এলাকা থেকে দুই যুবক একটি স্কুটারে করে ছাগল চুরি করে পালানোর সময় গ্রামবাসীরা শ্রীলামপুরের বাসিন্দাদের খবর দেয়।
সিলামপুরের জামতলা বাজারের কাছে ওই দুই যুবক স্থানীয়দের হাতে ধরা পড়তেই গণধোলাই দিতে শুরু করে উত্তেজিত এলাকার মানুষ।