সংবাদদাতা,বসিরহাট:- বসিরহাটের স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টের ঘটনা। পুলিশ ও বিএসএফের যৌথ তল্লাশিতে গতকাল ও আজ সকাল বেলায় সাত জন মহিলা, চার পুরুষ সহ মোট ১১ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও স্বরূপনগর থানার পুলিশ।
আজ সকালবেলায় স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের কাছে গোপন সূত্রে খবর গেলে জানা যায় বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কিছু মহিলা ও পুরুষ ভারতীয় সীমান্তের দিকে এসেছে। সেই সময় তাদের চলাফেরা গতিবিধি সন্দেহজনক হাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করতেই তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারিনি।
এরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় এলাকায়। ধৃৃত ১১ জন বাংলাদেশিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। কেন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলো তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।