সংবাদদাতা,পূর্ববর্ধমান:- করুণাময়ী তে আন্দোলনরত চাকরী প্রার্থীদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে পথে নামলো বিজেপি। শুক্রবার বিকেলে বর্ধমানের বীরহাটা মোড়ের কাছে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।
পাশাপাশি, মধ্যরাতে আন্দোলনরত টেট পাশ চাকরি প্রার্থীদের ওপর রাজ্য পুলিশের হেনস্থার প্রতিবাদে বিজেপি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পথ অবরোধ করে। শুক্রবার খণ্ডঘোষের গোপালবেড়ার মাঠের পুকুর থেকে গোপালবেড়া স্কুল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।
পাশাপাশি গোপালবেড়া মোড়ে পথ অবরোধ করা হয় । উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র।
পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকালে পানাগড় বাজারে চৌমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা।এদিন পানাগড় বাজারের গুরুদুয়ারা সংলগ্ন এলাকা থেকে বিজেপির কাঁকসা দু নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালির নেতৃত্বে মিছিল করে এসে চৌমাথা মোড়ে অবরোধ করে বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভের জেরে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে ও পুরাতন জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
গতকাল রাতে সল্টলেকে টেটের চাকরি প্রার্থীদের অত্যাচারের প্রতিবাদে এবং শুক্রবার আন্দোলনরত অবস্থায় যুবমোর্চার রাজ্য সভাপতি ডঃ ইন্দ্রনীল খাঁনকে গ্রেফতারের প্রতিবাদের যুবমোর্চার উদ্যোগে পূর্ব বর্ধমানের ভাতাড়ে বিজেপির অবরোধ।ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।