Type Here to Get Search Results !

পঞ্চায়েত সমিতির কার্যালয়ের সামনে কাটমানির টাকা ফেরত সহ বিভিন্ন দাবী নিয়ে পোস্টার পড়লো পূর্ব বর্ধমানের জামালপুরে




সংবাদদাতা,পূর্ববর্ধমান:- খোদ পঞ্চায়েত সমিতির কার্যালয়ের সামনে কাটমানির টাকা ফেরত সহ বিভিন্ন দাবী নিয়ে পোস্টার পড়লো পূর্ব বর্ধমানের জামালপুরে। শুক্রবার এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। 






এদিন সকালে দেখা যায় জামালপুর পঞ্চায়েত সমিতির  মূল প্রবেশপথের সামনে একটি পোস্টার। সেই পোস্টারে নাম না করে শাসক তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে। সেখানে লেখা আছে,'চোর তৃণমূল নেতাদের কাছে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার কাটমানি ফেরত দিতে হবে,একশোদিনের কাজের বকেয়া টাকা দিতে হবে ও অবিলম্বে কাজ চালু করতে হবে।'








পাশাপাশি পোস্টারে লেখা আছে 'রাতারাতি বড় হওয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকার হিসেব দিতে হবে।সরকারী কাজের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে নেওয়া কাটমামনির টাকা ফেরত দিতে হবে'।তবে হলুদের উপর লাল রঙের এই লেখাতে কোন কোন নেতাদের বিরুদ্ধে বা কে দিচ্ছে পোটারে তার নাম নেই। 









জেলা বিজেপির সহসভাপতি  রামকৃষ্ণ চক্রবর্তী বলেন,সাধারণ মানুষ এতে সর্তক করে দিচ্ছে শাসকদলের নেতাদের। মানুষের প্রতিবাদের ভাষা এই পোস্টারে লেখা আছে। তবে এই পোস্টার কারা দিয়েছে তা তার জানা নেই। তিনি আরো বলেন, জামালপুরে এরকম পোস্টার এই নতুন নয়।আগেও এরকম পোস্টার পড়েছিল জামালপুরে।









রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু পাল্টা বলেন, আমাদের গরিব মানুষের টাকা যারা আটকে রেখেছে তাদের আটকে রাখার আহ্বান জানান। কাটমানি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক অবক্ষয়। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad