নীলেশ দাস,আসানসোল:- গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়।শনিবার আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে পুলিশের গাড়ি করে অনুব্রত মন্ডলকে সিবিআই আদালতে পেশ করেন।একেবারে আঁটো সাটো পুলিশি নিরাপত্তার উপস্থিতিতে অনুব্রত মন্ডলকে সিবিআই আদালতে পেশ করা হয়।যদিও আদালতে ঢোকার সময় অনুব্রত মন্ডল কোনো প্রশ্নের উত্তর দেননি।
এদিকে গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলের ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী এই রায় দিয়েছেন।আগামী 11 ই নভেম্বর অনুব্রত মন্ডলকে সিবিআই আদালতে পেশ করা হবে।এই দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারক অনুব্রত মন্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।