সংবাদদাতা, দুর্গাপুর :- বর্তমান ব্লক সভাপতি অনুগামীদের সাথে প্রাক্তন ব্লক সভাপতি অনুগামীদের লড়াই। আহত দু পক্ষের তিন জন। দুর্গাপুরের গোপালপুরের উত্তরপাড়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত এলাকা। দু পক্ষের তিন জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি, আহতদের তালিকাতে রয়েছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রুমেন্দ্রনাথ মন্ডল।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে, গোপালপুর উত্তরপাড়াতে একটি দোকান ঘরের চাতাল সিমেন্টের তৈরী হচ্ছিল, অনুমতি নেওয়া হয়েছিল কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথ মন্ডলের, সরকারি হাসপাতালের বিছানায় শুয়ে এখন পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য রমেন্দ্রনাথ মন্ডলের অভিযোগ, 'তৃণমূলের ঝান্ডাধারী কিছু দুষ্কৃতী যারা বর্তমান কাঁকসা ব্লক সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্যের অনুগামী বলে দাবি করে প্রথম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, পড়ে মারধর করে তাকে, তার অপরাধ ছিল কেন তাদের সাথে কথা না বলে ঐ দোকান ঘরের সিমেন্টের চাতাল তৈরির অনুমতি তিনি দিতে গেলেন।'
এই ঘটনায় আরো এক তৃণমূল কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি। মাথায় আর হাতে আঘাত নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন সুরজ বিশ্বাস নামে আরো এক তৃণমূল কর্মী।নিজেকে বর্তমান তৃণমূল ব্লক সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্যের অনুগামী বলে দাবি করে সুরজ বিশ্বাসের পাল্টা অভিযোগ, 'বিভিন্ন অবৈধ কারবার থেকে কাটমানি নিত এই রমেন্দ্রনাথ মন্ডল, প্রতিবাদ করতেন তারা আর সেই রাগ থেকে গতকাল সন্ধেতে তাকে এই তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যর নেতৃত্তে তার অনুগামীরা তাকে মারধর করে।
গোটা ঘটনায় ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, এতে করে ব্যাপক বিড়ম্বনাতে এখন শাসক শিবির।কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রুমেন্দ্রনাথ মন্ডল ও হাসপাতালে ভর্তি থাকা আরো একজন তৃণমূল কর্মী এনারা কাঁকসা ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবদাস বক্সীর অনুগামী বলে পরিচিত।*