শুভময় পাত্র,বীরভূম:- সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত শান্তিনিকেতনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কর্মভূমি শান্তিনিকেতন ঘুরে দেখতে এদিন উপস্থিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রথমে শান্তিনিকেতন এসে তিনি বিশ্বভারতীর পূর্ব পল্লীর রথীন্দ্র অতিথিগৃহে ওঠেন। পরে রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখেন।
ভারতবর্ষের শীর্ষ আদালতের ৪৯ তম বিচারপতি হলেন উদয় উমেশ ললিত। এই বছরের আগস্ট মাসেই রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দ্রৌপদী মুর্মুর তাঁকে শপথ বাক্য পাঠ করান৷
এই রাজ্যের এক মাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়৷ সেই বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতির পীঠস্থান ঘুরে দেখতে এলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রথমে তিনি আসেন বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে৷
সেখানে বিশ্বভারতীর তরফে তাঁকে স্বাগত জানানো হয়৷ পরে তিনি রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখেন৷ এখানেই কবিগুরুর নোবেল পদলের রেপ্লিকা সহ তাঁর ব্যবহৃত সামগ্রী, বহু লেখনি, ছবি, স্মৃতি রয়েছে। রবীন্দ্রভবনের ভিজিটর বুকে নিজের মতামতও লিখে দেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।