সংবাদদাতা, অন্ডাল :- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর দূর্গা পূজার আগেই তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পুলিশের জালে ধরা পড়ছে দুষ্কৃতীরা । ফের সাফল্য পেলে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত্রি ১টা ৪৫ মিনিট নাগাদ খাঁদরা ক্যাম্প পাড়া এলাকায় হানা দেয় পুলিশ।
এলাকার বিমান নগরীর রাস্তায় গভীর রাত্রে ছিনতাই এর উদ্দেশ্যেই দাঁড়িয়েছিল এই ব্যক্তি বলে পুলিশের অনুমান। পুলিশের পেট্রোলিং এর সময় ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসাবাদ করতেই তার কথার অসঙ্গতি মিললেই আটক করা হয় তাকে ।
ধৃত ব্যক্তির নাম কালি বাদ্যকর বয়স( ৩৮)। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপ গান ও দু রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । রবিবার ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো ।