সংবাদদাতা,জামুরিয়া:- পুজোর মুখে জামুরিয়ায় অস্ত্রসহ গ্রেফতার এক যুবক। ধৃত যুবকের নাম শেখ শহিদুল বয়স ৩০। জামুরিয়ার বজন্তিপুর এলাকার নিচু পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর গতকাল রাত্রে বিশেষ সূত্রে খবর পেয়ে পরিহারপুর এলাকায় অভিযান চালিয়ে শেখ শহিদুল কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশী 7 mm পিস্তল ও তাজা কারতুজ । জিতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে জামুড়িয়া থানার পুলিশ।
প্রসঙ্গত গত দুদিন আগে জামুড়িয়া থানার সিনেমা হল মোড় থেকে তিনজন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। অন্ধকারের সুযোগ নিয়ে তিন থেকে চারজন দুষ্কৃতী পালিয়ে যায় বলে পুলিশ সূত্রের খবর। সেই দলের সঙ্গে ধৃত যুবকের কোন যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।