তনুশ্রী চৌধুরী,পানাগড়:- তৃণমূলের পক্ষ থেকে পানাগর বাজারে বৃহস্পতিবার বিকালে হিন্দি ভাষা দিবস পালিত হলো। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, সহ-সভাপতি হিরন্ময় ব্যানার্জি, কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার, তৃণমূল নেতা সন্দীপ মহল, কাঁকসা ব্লকের হিন্দি প্রকোষ্ঠ সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং,পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য সহ অন্যান্যরা।
কুলদীপ সিং জানিয়েছেন ১৪ সেপ্টেম্বর ১৯৪৯ সালে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। যার জন্য হিন্দি ভাষা নিয়ে দেশের মানুষ গর্ব করেন। তিনি বলেন আজকের দিনে দাঁড়িয়ে পানাগর বাজারে যেভাবে সর্ব ধর্মের এবং সর্বভাষার মানুষ সবাই একসাথে আনন্দের সাথে বসবাস করে সেইভাবে সারা রাজ্য এবং দেশেও একইভাবে শান্তি যাতে বজায় থাকে সেই কামনা করেন তিনি।