সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুরের কমলপুর ইছাপুর এলাকা জুড়ে রয়েছে বেশ কিছু পাথর খাদান, যার ওপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে এলাকার মানুষেরা। সম্প্রতি কোনো এক অজ্ঞাত কারণে পাথর খাদান গুলি বন্ধ করে দেওয়া হয়েছে।যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। মঙ্গলবার পাথর খাদান ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল এলাকাবাসীরা। বৃহস্পতিবার পুনরায় পাথর খাদান খোলার দাবিতে দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল কমলপুর এলাকার বাসিন্দারা।