তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় রাজ্য সড়কে বাইক দুর্ঘটনা আহত তিনজন বাইক আরোহী'কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো। আহত তিনজন বাইক আরোহীর নাম বছর ৩০ এর সেখ মুন্না। বছর ৪৯ 'র মজিবুর রহমান ও বছর ২৮'র সেখ আনামত। তাঁদের সকলের বাড়ি বীরভূম জেলার ইলামবাজার এলাকার ভগবতী বাজার এলাকায়। তাঁদের মধ্যে সেখ মুন্না'র শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
আহতদের সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কাঁকসা বিলপাড়া এলাকায় রাজ্য সড়কে ওই তিনজন বাইক আরোহী দুর্ঘনার কবলে পড়েন৷ একটি বাইক কে ওভারটেক করার সময় ওই বাইক আরোহীদের বাইক এর সঙ্গে অপর একটি বাইকের সাথে সংঘর্ষ হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কাঁকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।