Type Here to Get Search Results !

নকল সার বিক্রির অভিযোগে সমবায়ে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় চাষীরা




সংবাদদাতা,পূর্ববর্ধমান:- নকল সার বিক্রির অভিযোগে সমবায়ে তালা ঝুলিয়ে দিলেন বাসিন্দারা।ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারের  হাড়গ্রামে।বৃহস্পতিবার হাড় গ্রাম  গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তালা ঝুলিয়ে দেন গ্রামের কৃষকরা। জানাগেছে স্থানীয় চাষীরা সমবায় সমিতি থেকে ১২০০  বস্তা (১০ঃ২৬ঃ২৬) সার কিনেছিলেন । অভিযোগ সেই সার পুরোটাই নকল‌। দু'বছর আগে কারখানা বন্ধ হয়ে যাবার পর সেই সার কি করে দেওয়া হলো কৃষকদের হাতে উঠছে প্রশ্ন। 






কৃষকদের অভিযোগ যেখানে সাড়ের মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন ও ফসফেট থাকার কথা, সেখানে রয়েছে মোরাম, কাদামাটি।কৃষকদের দাবি অবিলম্বে সারের টাকা ফেরত দিতে হবে, নচেৎ সমবায়ের তালা বন্ধ থাকবে। এবং ভেতরে যে কর্মী রয়েছে তাকেও বের হতে দেওয়া হবে না।







এমনিতেই বর্ষার খামখেয়ালিতে এবছর দেরিতে চাষ শুরু হওয়ায় চাষিরা বিপাকে পড়েছে। কৃষকেরা হাড়গ্রাম গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে ১৫৩০ টাকা বস্তা  সার কিনেছিলেন এবং তা জমিতেও প্রয়োগ করেছিলেন।এলাকার কৃষকেরা সেই সার প্রয়োগ করাতে ধান গাছের বৃদ্ধি হয়নি বরং ধান গাছের ক্ষতি হয়েছে বলে অভিযোগ। চাষীদের আশঙ্কা একে দেরিতে চাষ তার ওপর নকল সার,তারা আর ধান পাবেন না। কারণ এই সার প্রয়োগ করাতে গাছের বৃদ্ধি ঘটে নি।







এলাকার চাষীদের অভিযোগ এই কোম্পানির সার দু'বছর আগে বন্ধ হয়ে গেছে তা সত্ত্বেও এই সার কি করে বিক্রি করল সমবায় সমিতি।এই অভিযোগে তারা আর সকালেই তালা ঝোলানো সমবায় সমিতির গেটে বিক্ষোভ দেখাতে থাকেন।সেই সময়ে সমবায় সমিতির ভিতরে থাকা এক কর্মী আটকে পড়েন।এলাকার কৃষকদের দাবি যতক্ষণ না পর্যন্ত সরকারি আধিকারিক এসে এর মীমাংসা করবে এবং এর ক্ষতিপূরণ বাবদ তাদের টাকা ফেরত দেবেন ততক্ষণ পর্যন্ত তারা সমবায় এর তালা খুলবেন না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad