তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ব্যক্তির নাম রাজেশ কর্মকার। ৩৬ বছর বয়সি রাজেশ কর্মকারের বাড়ি দুর্গাপুরের পিয়ালা কালী মন্দির এলাকায়।মৃত ব্যক্তি কাঁকসার শেরপুর এলাকায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।
পরিবার সূত্রে জানাগেছে বৃহস্পতিবার সকালে বাড়িতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান। বাড়ির সদস্যরা সহ প্রতিবেশীরা ছুটে এসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে খবর দিলে। পঞ্চায়েতের সদস্যরা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।কি কারনে মৃত্যু তার সঠিক কারণ জানা যায়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।