সংবাদাতা,পাণ্ডবেশ্বর:- দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের ছোট-বড় সব নেতারাই মানুষের সুখ-সুবিধার কথা জানতে একেবারে মানুষের দরবারে হাজির হচ্ছেন। এ রকমই বৃহস্পতিবার পান্ডবেশ্বর বিধানসভার জামাই পাড়া ও রুইদাস পাড়ায় চায়ের আড্ডায় পৌঁছালেন তৃণমূলের কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা ধীবর।
এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ তাদের অভাব-অভিযোগের কথা শোনাতে আসেন । অঞ্চল সভাপতি চায়ের চুমুকে সাথে সাথে এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানের উপায় বাতলান। যমুনা বাবু জানান এলাকার মানুষের অভাব অভিযোগের কথা তিনি লিপিবদ্ধ করেছেন এবং তা পাণ্ডবেশ্বরের বিধায়ক এর কাছে তুলে দেবেন। বিধায়ক এলাকার মানুষের সমস্যা সমাধানের পথ বাতলাবেন।