Type Here to Get Search Results !

কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তর স্বীকৃতির জন্য দুর্গাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন



সংবাদাতা,দুর্গাপুর:-কলকাতার দুর্গাপুজোকে UNESCO-র হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তর স্বীকৃতিকে সম্মান জানিয়ে বৃহস্পতিবার রাজ্যে জুড়ে মহামিছিলের ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মোতাবেক দুর্গাপুরের বিভিন্ন পুজো মণ্ডপগুলির সদস্যরা বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।দুর্গাপুরের বুদ্ধবিহার সর্বজনীন পুজো কমিটির উদ্যোক্তারাও এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন এদিন । 






আয়োজিত এই মিছিলে কোনও রাজনৈতিক দল নয়, পুজো উদ্যোক্তারাই শরিক হন। শোভাযাত্রাটি পৌরাহিত্য করেন উদ্যোক্তা তথা পুরমাতা ধৃতি ব্যানার্জি জালান। বিকেল ৪টেয় মিছিল শুরু হয় সি-জোনের বুদ্ধবিহার পুজো প্রাঙ্গণ থেকে। মিছিলটি মাইকেল কলেজ রোটারি ঘুরে ফের পুজো প্রাঙ্গণে গিয়ে শেষ হয় । বেশির ভাগ এলাকার মহিলারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad