সংবাদাতা,অন্ডাল:- আজ পুলিশ দিবস। সেই পুলিশ দিবস উপলক্ষে অন্ডাল ট্রাফিক গার্ডের তরফে উখরা এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ডের উচ্চপদস্থ আধিকারিকরা,উখরা আউট পোস্ট এর আই সি,সি আই বি এবং তৃণমূলের উখরা পঞ্চায়েতের উপপ্রধান। এই অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকজন মেধাবী ছাত্র ছাত্রী দের সম্মানিত করা হয় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।এছাড়াও এদিনের অনুষ্ঠানে থেকে এলাকার মানুষকে ট্রাফিক সচেতনতা সম্পর্কে প্রচার করা হয়।