তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পুলিশ ডে উপলক্ষে বৃহস্পতিবার বিকালে এলাকার প্রতিভাবান খুদে শিল্পীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কাঁকসা ট্রাফিক গার্ডের প্রাঙ্গনে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ বসাক, এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ডের এসিপি তুহিন চৌধুরী সহ পুলিশ আধিকারিকরা।
ট্রাফিক গার্ডের এসিপি জানিয়েছেন পুলিশ ডে উপলক্ষে তারা এলাকার খুদে শিল্পীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও তাদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি উৎসাহ বাড়াতে দুটি কর্মসূচি গ্রহণ করেছিলেন।কাঁকসা এলাকার চল্লিশ জন শিল্পী এদিন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আঁকার প্রতি তাদের সকলকে উৎসাহ বাড়ানো হয় পুলিশের পক্ষ থেকে।
কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ বসাক জানিয়েছেন পুলিশ ডে উপলক্ষে জেলা জুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কাঁকসা ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে তারাও বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছিলেন। যার মধ্যে ছোট ছোট শিল্পীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা এই দিনটি পালন করেছেন।
পাশাপাশি গত এক বছরে যে সমস্ত পুলিশকর্মীরা ও ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করেছেন পুলিশ ডে উপলক্ষ্যে তাদের পুরস্কৃত করেছেন কমিশনার। যার মধ্যে ট্রাফিক গার্ডের এক সিভিক ভিলেনটিয়ার ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছে। তিনি জানিয়েছেন প্রতিযোগিতায় অনেকেই ছবির মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে তুলে ধরেছে তাদের ক্যানভাসে। তিনি জানিয়েছেন তাদের উদ্দেশ্য একটাই ছোট ছোট খুদে শিল্পীদের মনে পথ নিরাপত্তা সম্পর্কে ধারণা জন্মাবে যা আগামী দিনে তাদের পথ চলতে অনেকটাই সুবিধা হবে।