তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অমিত সাহের ছবি দেওয়া 'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু 'লেখা গেঞ্জি পড়ে পানাগড় বাজারের পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন পেট্রোল পাম্পে তেল নিতে আসা সমস্ত মানুষদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোঝানো হয় 'কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করছে না। যে টাকায় পেট্রোল-ডিজেল মানুষ কেনে তার মধ্যে একটা মোটা টাকা কর হিসাবে কেন্দ্র সরকার নিয়ে নেয়।
সেই টাকা যদি কেন্দ্র সরকার মকুব করতো তাহলে পেট্রোল-ডিজেলের এত মূল্যবৃদ্ধি হতো না। কেন্দ্র সরকার শুধু সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে পাপ্পু বানানোর চেষ্টা করছে। আদতে তারা নিজেরাই ভারতের সবথেকে বড় পাপ্পু।' তাই অমিত শাহের ছবি দেওয়া ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু লেখা গেঞ্জি পড়ে তারা প্রতিবাদে নেমেছেন এমনটাই জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার জেলা যুব সংগঠনের নেতা সন্দীপ মহল।
এদিন সন্দীপ মহল ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কিষান খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য কাঁকসা ব্লকের তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তৃণমূল কর্মীরা।