তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আইসিডিএস কর্মীদের কোন সংগঠন নেই যার কারণে তারা নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরকারের কাছে পৌঁছাতে পারেন না। তাই কাঁকসা ব্লকের সমস্ত আইসিডিএস এর কর্মীরা নিজেদের সংগঠন তৈরি করবেন বলে উদ্যোগী হন। এই বিষয়ে কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্যের পরামর্শ নেওয়ার জন্য শনিবার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। যেদিন সভায় কাঁকসা ব্লকের আইসিডিএস এর কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য সহ কাঁকসা ব্লকের বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী স্বপ্না বৈদ্য।
তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন আইসিডিএস কর্মীরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার কাছে পরামর্শ নেওয়ার জন্য। কারণ আইসিডিএস কর্মীরা নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরকারের কাছে পৌঁছোতে পারছিলেন না কারণ তাদের কোন সংগঠন ছিল না বলে। যদিও ট্রেড ইউনিয়নের সংগঠন আলাদা হলেও এই বিষয়ে তিনি কোন সংগঠন তৈরি করতে পারেন না বলে কিভাবে আগামী দিনে তারা পথ চলবেন এবং সংগঠন তৈরি করবেন সেই বিষয়ে তাদের পরামর্শ দেওয়ার জন্য বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।