সংবাদদাতা,পূর্ববর্ধমান:- স্কুল যাবো না স্লোগান তুলে রাস্তায় বাঁশ গাছ ফেলে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, স্থানীয় বিডিওকে একাধিকবার জানিয়েও কোন লাভ হয়নি। তাই শুক্রবার পূর্ব বর্ধমানের গলসির কেন্দুয়া টুকুরি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল ছাত্রছাত্রীরা।
পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের নবখণ্ড মোড় থেকে সোদপুর হয়ে কসবার চম্পাইনগর পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দভরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, বেহাল এই রাস্তায় তাদের স্কুলে যেতে সমস্যার মধ্যে পড়তে হয়। তার উপর বৃষ্টি হলে সমস্যা আরও চরম আকার ধারণ করে। ছাত্রছাত্রীদের দাবী এই রাস্তাটি দ্রুত পাকা করার ব্যবস্থা করুক প্রসাশন। এদিন রীতিমতো হাতে পোষ্টার নিয়ে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়ারা। তাদের দাবী ওই রাস্তার জন্য গ্রামে আসেনা অ্যাম্বুলেন্স। ফলে নিত্য দুর্ভোগ পড়েন রোগী ও প্রসূতি মায়েরা।
তাছাড়া ওই রাস্তা দিয়ে কসবা রাধারানী হাই স্কুল ও লোয়া দিবাকর হাই স্কুলে পড়তে যায় এলাকার শতশত স্কুল পড়ুয়া। এমনকি ওই রাস্তা দিয়ে লোয়া ও পুরসা হাসপাতাল যেতে হয় এলাকার মানুষদের। গোটা রাস্তা জুড়ে বড়বড় গর্ত হওয়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার নারানপুর, সোদপুর, কেন্দুয়াটুকুড়ি, সোদপুর মানা, জয়কৃষ্ণবাটি, কসবা, জাঁহাপুর, মৌগ্রামার সাত থেকে আট হজার মানুষ। এমনকি কসবায় ব্যাংক, পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসে যেতে নিত্য সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন। তাদের দাবী দ্রুত নতুন রাস্তা তৈরী করুক প্রশাসন। ছাত্রছাত্রীদের এই অবরোধে স্থানীয়রাও সামিল হয়েছিলেন।