সংবাদদাতা,দুর্গাপুর:- তৃতীয় দিনে পড়ল দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি ।প্রায় ২০০ জন অস্থায়ী কর্মী কর্মবিরতিতে সামিল হওয়ায় ভোগান্তি সাধারণ মানুষের ।যার জেরে বুধবার থেকে দুর্গাপুরের বাসস্ট্যান্ড গুলোতে শুরু হয়েছে যাত্রী দুর্ভোগ । অস্থায়ী কর্মীদের কর্মবিরতির ফলে বন্ধ প্রায়ই বাস চলাচল ।
সিটি সেন্টার থেকে কলকাতাগামী বাসের দেখা মিলছে না। বাসের সংখ্যা কমে যাওয়ায় অসুবিধার সম্মুখীন নিত্য যাত্রীরা ।উল্লেখ্য দুর্গাপুরের ট্রাঙ্ক রোড ডিপোতে অস্থায়ী কর্মীরা তাদের স্থায়ীকরণের দাবিসহ বিভিন্ন ইস্যুতে বুধবার থেকেই কর্মবিরতি ঘোষণা করেন । পাশাপাশি আন্দোলনের পথ বেছে নেন তাঁরা ।