নীলেশ দাস, আসানসোল:- অবশেষে উদ্ধার হল পুনম কুমারীর দেহ । আসানসোলের উত্তর থানার অন্তর্গত কাল্লা চাষা পাড়া এলাকায় পরিত্যক্ত খাদানে ঝাঁপ দেয়া পুনম কুমারীর দেহ 50 ঘন্টা পর উদ্ধার করল ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সদস্যরা। উল্লেখ্য দুদিন আগে পুনম কুমারী নামে এক তরুণী ইসিএল এর পরিতক্ত একটি খাদানে ঝাপ দেন বলে স্থানীয়রা জানান।
এরপরেই আসানসোল উত্তর থানার পুলিশ দমকল বাহিনী ও রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টিম উদ্ধার কাজে হাত লাগায় । পরে এন ডি আর এফ টিমকে খবর দেয়া হলে তারা এসে উদ্ধার কাজ শুরু করে । সোমবার দুপুর নাগাদ পুনম কুমারীর দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয় কাউন্সিলর উৎপল সিনহা বলেন এনডিআরএফ এর টিম এসে উদ্ধারকার্য চালিয়ে পুনম কুমারীর দেহ উদ্ধার করে। পরিবারের পাশে তারা রয়েছেন বলে জানান তিনি ।