তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে কাঁকসায় ধৃত লরি চালককে ৫দিনের পুলিশি হেফাজতের পর সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে গত বুধবার ভোর রাত্রে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসার হাসপাতাল মোড় সংলগ্ন আন্ডারপাশ থেকে বেআইনিবাবে বালি বোঝাই করে ওই লরি চালক বালি পাচার করার সময়। লরি আটক করে লরির চালক কে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত লরি চালকের নাম সানোয়ার মন্ডল।ধৃত লরি চালকের বাড়ি নদীয়া জেলার নাকাশি পাড়া এলাকায়।
ধৃত লরি চালককে বুধবার মহকুমা আদালতে পেশ করা হলে মহকুমা আদালতের বিচারক তাকে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।৫দিনের পুলিশি হেফাজতের পর আজ ফের ধৃত কে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।