তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নকল চালান বানিয়ে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে দুই লরি চালককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ।ধৃত দুই লরি চালকের নাম পাপ্পু সিং এবং উজ্জ্বল মুখার্জি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাপ্পু সিং আসানসোলের হিরাপুরের বাসিন্দা এবং উজ্জ্বল মুখার্জি দুর্গাপুরের বাসিন্দা।ধৃত দুজনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাত্রে বীরভূম থেকে পানাগড় আসার পথে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কাঁকসা থানার পুলিশের সহযোগিতায় দুটি বালি বোঝাই লরি আটক করে। দুটি লরির চালক নকল চালান বানিয়ে বালি পাচার করছিল। সেই নকল চালান দেখাতেই দুই লরি চালককে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ।
ধৃত দুজনকে সোমবার মহকুমা আদালতে পেশ করা হয়। পাশাপাশি ভিন্ন একটি ঘটনার সাথে যুক্ত আরও একজনকে একই সাথে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।