সংবাদাতা,দুর্গাপুর:- বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির ডাক দিয়ে সোমবার দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় বিজেপির মিছিল হয়।ওই মিছিলে অংশগ্রহণ করেন বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ। এছাড়া শতাধিক স্থানীয় নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে ঘিরে কোনও রকম বিশৃঙ্খলা ও অশান্তি এড়াতে ঘটনাস্থলে কোকওভেন থানার বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়।
বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি বজায় রাখতে মোতায়েন থাকা পুলিশের উদ্দেশ্যে সৌমিত্র খাঁ বলেন, 'তৃণমূলের চোর পুলিশ গুলি মিছিল আটকাতে দাঁড়িয়ে আছে।' বিজেপির আগামীকাল ' নবান্ন চলো, চোর ধরতে আওয়াজ তোলো' কর্মসূচিতে যোগদানের আহ্বান জানাতেই এদিন মিছিল করা হয় বলে জানান বিজেপির কর্ম কর্তারা।