Type Here to Get Search Results !

৭ দফা দাবিতে দূর্গাপুরে অবস্থান বিক্ষোভে বসলেন দক্ষিণবঙ্গ রাট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা



সংবাদদাতা,দুর্গাপুর:- দক্ষিণবঙ্গ রাট্রীয় পরিবহন সংস্থার (এসবিএসটিসি) অস্থায়ী কর্মীবিন্দরা একাধিক দাবিদাওয়া নিয়ে বুধবার দুর্গাপুর ট্রাঙ্করোড বাস ডিপোর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখলেন। বাস ডিপো আইএনটিটিইউসি'র পরিচালিত ওই সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। 








এই ডিপোতে প্রায় ২০০ জন অস্থায়ী কর্মী অবস্থান বিক্ষোভ অংশ নেন কাজ বন্ধ করে।তাদের দাবি, ১০১২-১৩ সালের সমূহ অস্থায়ী  কর্মচারীবৃন্দের পার্মানেন্ট করতে হবে। সম কাজে সম বেতন প্রদান করতে হবে। প্রতেক অস্থায়ী কর্মচারীদের 26 দিনের হাজিরা দিতে হবে। সমবেতন ছুটি মঞ্জুর করতে হবে। ছাঁটাই কর্মীদের পুনঃনিয়গ করতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধি চালু করতে হবে। এস বি এস টি সির নির্ধারিত সমূহ পরিষেবা চালু করতে হবে।









এই ডিপো থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে প্রায় ১০০ টি বাস চলাচল বন্ধ হয়েছে। বিক্ষোভকারীরা দাবি গুলি ম্যানেজমেন্ট না মানলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে হুঁশিয়ারি দেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad