সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- বীরভমে বিস্কুট কিনতে গিয়ে নিহত শিশুটির দেহের ময়নাতদন্ত হোলো আজ বর্ধমান মেডিকেল কলেজে।এদিন শিশুটির দেহ নিয়ে আসা হয়। সঙ্গে ছিলেন শিশুটির বাবা ও পরিজনেরা। শিশুটির বাবা খুবই ভেঙে পড়েছিলেন।তিনি কিছুই বলার মত অবস্থায় ছিলেন না।
তার পিসেমশাই বাচ্চু ভান্ডারি বলেন; তাদের কারো সাথে কোনো শত্রুতা ছিল না। কী করে যে এমন হোলো তা বুঝতেই পারছেন না তারা। সেদিন মায়ের কাছ থেকে পাঁচ টাকা নিয়ে বিস্কুট কিনতে যায় শিশুটি। তারপর থেকে নিঁখোজ ছিল।
পুলিশ তাকে তন্নতন্ন করে খুঁজেছে। খুঁজেছেন তারাও। অবশেষে মঙ্গলবার প্রতিবেশীনির ছাদে বস্তার জড়ানো তার দেহ উদ্ধার হয়। নিঁখোজ হবার প্রায় ৫২ ঘন্টা পরে তার দেহ পাওয়া যায়। এর আগে পুলিশ কুকুর এনেও সন্ধান করা হয়েছিল। শিশুটির মাত্র ৪ বছর বয়স ছিল। তার নাম ছিল শুভম ঠাকুর।