সোমনাথ মুখার্জি,অন্ডালঃ- অন্ডাল ব্লকের বিভিন্ন জায়গায় বুধবার সর্বজনীন পুজো মণ্ডপ পরিদর্শন করল পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। পরিদর্শনের পাশাপাশি উদ্যোক্তাদের হাতে পুজোর জন্য সরকারি অনুদানের চেকও তুলে দেন তারা।
এদিন পুলিশের পক্ষ থেকে পরিদর্শন করা হয় অন্ডালের পশ্চিমপল্লী সর্বজনীন পুজো কমিটি, খান্দরার বিশ্বেশ্বরী কোলিয়ারি ও উখরার শ্যামসুন্দরপুর কোলিয়ারি পুজো মণ্ডপগুলি। পরিদর্শন দলে ছিলেন ডিসি ইস্ট, অভিষেক গুপ্তা, এসিপি অন্ডাল, মোঃ ওমর আলী, সিআই(বি)পিন্টু সাহা, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখড়া আউটপোস্টের আইসি নাসরিন সুলতানা।
পুজো মণ্ডপ, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয় প্রশাসনিক নিয়ম মেনে হচ্ছে কিনা তা দেখার পাশাপাশি এদিন উক্ত পুজো কমিটি গুলির কর্মকর্তাদের হাতে পুজোর জন্য সরকারি অনুদানের চেকও তুলে দেন তারা। পুলিশ আধিকারিকেরা তাদের মন্ডপ ও পুজোর প্রস্তুতি দেখে সন্তুষ্ট হয়েছেন বলে জানান উক্ত পুজো কমিটিগুলির কর্মকর্তারা।