নীলেশ দাস, আসানসোল:- আসানসোলে সুফল বাংলার স্টলের উদ্বোধন হল।মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সুফল বাংলার স্টলের উদ্বোধন করলেন কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বেচারাম মান্না, আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আরকে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।জানা গিয়েছে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে এই সুফল বাংলার স্টল চালু করা হল।
আসানসোলে উদ্বোধন হল সুফল বাংলার স্টলের
September 13, 2022
0
Tags