নীলেশ দাস, আসানসোল:- কয়লা পাচারকান্ডে ধৃত ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ আটজনকে ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হল।মঙ্গলবার আসানসোল সংশোধনাগার থেকে তাদেরকে সিবিআই আদালতে আনা হয়েছে।জানা গিয়েছে ধৃতদের 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ফের তাদেরকে সিবিআই আদালতে পেশ করা হয়েছে।
এদিন কয়লা পাচারকান্ডে ধৃত ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ আটজনের জামিন নাকচ করেন বিচারক।তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক।এই মামলার পরবর্তী শুনানি 27 শে সেপ্টেম্বর।