তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ফের অভিযান চালিয়ে দুটি বালি বোঝাই ট্রাক্টর ও ৩টি লরি আটক করলো কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।
মঙ্গলবার সকালে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা কাঁকসা থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের উপর থেকে বেআইনিভাবে বালি বোঝাই করে পাচারের অভিযোগে দুটি বালি বোঝাই ট্রাক্টর ও ৩টি লরি আটক করে।
গাড়ি গুলির চালক দের কাছে বৈধ চালান না থাকায় গাড়ি গুলিকে আটক করে কাঁকসার থানার পুলিশের অধীনে সেফ কাস্টডিতে রাখা হয়েছে।গাড়িগুলির বিরুদ্ধে মোটা অংকের জরিমানা ধার্য করা হবে বলে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গেছে।