Type Here to Get Search Results !

রেল ফটকের সামনে মাল গাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় যানজট পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়কে




সোমনাথ মুখার্জি , পাণ্ডবেশ্বর : রেল ফটকের সামনে মাল গাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় যানজট তৈরি হয়েছে পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়কে । রেল সূত্রে জানা গেছে, কয়লা পরিবহনের জন্য পাণ্ডবেশ্বর রেলস্টেশন থেকে ডালুরবাধ পর্যন্ত রয়েছে রেললাইন । এই লাইনে মঙ্গলবার সকাল দশটা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা রেল ফটকের সামনে মাল গাড়ির একটি ইঞ্জিন লাইনচ্যুত হয় । 






ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের উপর যানবাহন চলাচল । পাণ্ডবেশ্বর রেলস্টেশনের স্টেশন মাস্টার মনোজ কুমার সিং জানান ডালুরবাধ রেল সাইডিং থাকা অন্য একটা ইঞ্জিনকে আনতে ওপর একটি ইঞ্জিন যাচ্ছিল । সেই সময় জাতীয় সড়কের উপর রেল ফটকের সামনে ইঞ্জিনটি লাইনচ্যুত হয় । খবর পেয়েই রেল আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেন । 







পরে আসানসোল থেকে বিশেষ যন্ত্র নিয়ে ঘটনাস্থলে আসেন আধিকারিকেরা । ইঞ্জিনটি ফের লাইনে তুলতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে মনোজ কুমার বাবু জানান । এদিকে রেল ফটক বন্ধ থাকার কারণে দুই পাড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । ফলে তৈরি হয় দীর্ঘ যানজট । বেলা আড়াইটা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত ইঞ্জিনটি লাইনে তোলার কাজ চলছে বলে জানা গেছে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad