তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক মোটর ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে রাজবাঁধ সংলগ্ন এলাকায় দু'নম্বর জাতীয় সড়কের ওপর।জানা গেছে একটি মোটর ভ্যান সিলিন্ডার বোঝাই করে পানাগর থেকে বাঁসকোপা যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত হয় মোটর ভ্যানের চালক।আহত চালকের নাম বাবু রয়। তার বাড়ি দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকায়।সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় দু'নম্বর জাতীয় সড়কে। কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।