সোমনাথ মুখার্জী,জামুরিয়া:- শনিবার জামুরিয়া ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত অধিকারীর নেতৃত্বে একটি বিশাল মিছিল হয়। মিছিলটি হয় মূলত ইডি সিবিআই দ্বারা তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীদের হয়রানির প্রতিবাদে৷
এই মিছিলে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং, রাখি কর্মকার, প্রাক্তন বোরো চেয়ারম্যান শেখ সান্দার, তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রভাত ব্যানার্জি, ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি ও চুরুলিয়া গ্রাম পঞ্চায়েত সহ-সভাপতি প্রদীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই মিছিলটি জামুরিয়া থানা মোড় বাসস্ট্যান্ড থেকে জামুড়িয়া বাজার হয়ে সিনেমা মোড় বাজার পর্যন্ত । যায় এবং ফের জামুরিয়া থানামোড়ে এসে শেষ হয়। এই মিছিল প্রসঙ্গে, প্রাক্তন এমএমআইসি পূর্ণশশী রায় বলেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে ইডি এবং সিবিআই-এর মাধ্যমে তৃণমূল নেতাদের হয়রানি করছে তা নিন্দনীয়। তিনি বলেন মলয় ঘটক শুধু শিল্পাঞ্চলের নন পুরো রাজ্যের একজন শক্তিশালী টিএমসি নেতা।পূর্নবাবু বলেন যে বিজেপির পরিকল্পনা সফল হবে না।
যদিও বর্তমান এমএমআইসি সুব্রত অধিকারী বলেন, বিজেপি কাজ করতে চায় না, শুধু বিশেষ করে তৃণমূল নেতাদের ভয় দেখাতে চায়। ইডি ও সিবিআইয়ের মাধ্যমে যাতে বিজেপির বিরোধিতা না হয়। তিনি বলেন কিন্তু সেটা হবার নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসি বিজেপির কর্মকাণ্ডের বিরোধিতা অব্যাহত রাখবে এবং শীঘ্রই বিজেপির দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দেবে তৃণমূল।