তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে কাঁকসার শিলামপুর ও পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের উপর থেকে ৬টি বালি বোঝায় লরি আটক করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।
শনিবার ভোর রাত্রি থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লড়ি গুলিকে আটক করা হয়। এদিন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কাঁকসা থানার পুলিশের সহযোগিতায় গাড়িগুলিকে আটক করে কাঁকসা থানা প্রাঙ্গনে সেভ কাস্টডিতে রাখেন। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গেছে।
লরি গুলির বিরুদ্ধে মোটা অংকের জরিমানা ধার্য করা হবে বলে বিএলআরও দপ্তর সূত্রে জানা গেছে।এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে বেশ কয়েকটি লরি ও ট্রাক্টর আটক করেছিল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। আগামী দিনেও তাদের লাগাতার অভিযান চলবে বলে জানা গেছে।