সংবাদদাতা,দুর্গাপুর:- ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া নদীতে তলিয়ে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য । শনিবার সকালে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের ৬ পড়ুয়া দুর্গাপুরের দামোদর নদে স্নান করতে আসে । তাঁদের মধ্যে হায়দরাবাদ নিবাসী ২২বছর বয়সী শুভম সন্তমরাজু ওই কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জলে তলিয়ে যায় ।
তাঁকে উদ্ধারের চেষ্টা করে বন্ধুরা ।কিন্তু শেষরক্ষা হয়নি ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বড়জোড়া থানার পুলিশ ।অবশেষে স্থানীয়দের চেষ্টায় পুলিশ ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বাঁকুড়া জেলা হাসপাতালে । ঘটনাকে ঘিরে শোকের ছায়া দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে ।