সংবাদদাতা, দুর্গাপুর:- নবান্ন অভিযানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর 'ডোন্ট টাচ মাই বডি' এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পথ নাটিকার আয়োজন করা হয়।দুর্গাপুরের স্টিল মার্কেট এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
তাঁরা দলের এক কর্মীকে শুভেন্দু অধিকারী সাজিয়ে এবং দলের এক মহিলাকে পুলিশ আধিকারিক সাজিয়ে একটি পথনাটিকা করেন। এই পথনাটিকা মাধ্যমে শুভেন্দু অধিকারী পুরুষ না নারী তা নির্ণয় করার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজের কাছে তাঁর পরীক্ষা করানোর দাবি জানায়।
তৃণমূল কংগ্রেসের দাবি শুভেন্দু অধিকারী নিজেই জানেননা তিনি পুরুষ নাকি নারী।তাই নবান্ন অভিযানে গিয়ে তিনি মহিলা পুরুষ কর্মীদের দেখে বারবার বলছিলেন 'ডোন্ট টাচ মাই বডি আই অ্যাম এ ম্যান।'
ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ মি’ মন্তব্য। নবান্ন অভিযানের শুরুতেই মহিলা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয় শুভেন্দুকে ঠিক তখনই এই মন্তব্য করে শুভেন্দু জানান, তিনি পুরুষ, তাই কোনও পুরুষ পুলিশকর্মীই তাঁকে গ্রেপ্তার করুক।
এরপর শুভেন্দু হেঁটেই গ্রেপ্তার বরণ করেন। আর এরপরই শুভেন্দুর উক্তি আর আচরণ নিয়ে শুরু হয় তুমুল ট্রোলিং। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিম ছড়ায়।