সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুরের দুর্গাপুজো কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক স্তরে দুর্গাপুজো কর্ডিনেশন মিটিং এর আয়োজিত হল সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে ।
দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের দুর্গা পুজো কমিটিগুলির প্রতিনিধিরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রশাসনিক স্তরের বিভিন্ন আধিকারিকরা । দীর্ঘ দু বছর অতি মারি করোনা আবহ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন । আর বাঙালির শ্রেষ্ঠ সব দুর্গাপুজোকে ঘিরে তাই এ বছর বাড়তি উদ্দীপনা । দুর্গাপুরের পুজো কমিটিগুলি যাতে সুষ্ঠুভাবে উৎসব পালন করতে পারেন ,তারই করোনা বিধি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।
বৈঠকের পৌরহিত্য করেন দুর্গাপুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর নীলকান্তম,উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত ,দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা ।