Type Here to Get Search Results !

১৫ দফা দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিল সিপিআইএম




সংবাদদাতা অন্ডাল :- সোমবার ২৬ সেপ্টেম্বর রানীগঞ্জ বিধানসভার উখড়া পঞ্চায়েত প্রধানের হাতে ১৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি তুলে দিল সিপিআইএম । দাবিগুলির মধ্যে রয়েছে ১০০ দিনের কাজের বদলে ২০০ দিনের কাজ দিতে হবে।অবিলম্বে এই কাজ চালু করতে হবে এবং ১০০ দিনের কাজের বকেয়া পাওনা অবিলম্বে মিটিয়ে দিতে হবে । এদিনের এই স্মারক লিপি প্রদান অনুষ্ঠানের আগে পঞ্চায়েত অফিসের বাইরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান সিপিআইএম নেতাকর্মীরা  ।






সিপিআইএম নেতা অঞ্জন বকশি, আলম খান ও নীলাম্বর মন্ডল রা জানান, উখড়া পঞ্চায়েত প্রধান  রাজনৈতিক রঙ দেখে কাজ দিচ্ছেন । এমন বহু বিরোধী দলের  কর্মীরা রয়েছেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাননি, বার্ধক্য ভাতা পাননি, বিধবা ভাতা পাননি  । অঞ্জন বাবু জানান উখড়া পঞ্চায়েত প্রধান রাজনৈতিক রঙ দেখে কাজ করা বন্ধ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে সিপিআইএম ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad